রিয়াযুস সালেহীনের নাম শোনেনি এমন পাঠক মেলা ভার। যুগশ্রেষ্ঠ ইমাম নববী রহ.-এর বিখ্যাত সংকলন। রসূল ﷺ -এর হাদীসের আলোকে নেককার হবার গোটা সিলেবাস বইটিতে বিন্যাস করা হয়েছে। এতে আছে আত্মশুদ্ধি নিয়ে বর্ণিত প্রায় সকল হাদীস। ইসলামের যে কয়েকটি বই আমাদের প্রত্যহ পড়া উচিত, সেই তালিকার শীর্ষে আছে এটি। ইতিপূর্বে অনেক ভাষাতেই অনূদিত হয়েছে। বাংলাতেও অনেক প্রকাশনী বইটি ছাপিয়েছে।
আলহামদুলিল্লাহ এবার মাকতাবাতুল আশরাফ এর ব্যাখ্যাগ্রন্থ নিয়ে এলো। অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রতিটি হাদীসের অর্থ এবং ব্যাখ্যা অত্যন্ত সাবলীল ভাষায় বিস্তারিত আলোচনা করেছেন তিনি। সম্ভবত বাংলায় এটাই প্রথম রিয়াযুস সলিহীনের ব্যাখ্যাগ্রন্থ। প্রত্যেকটি হাদীস থেকে শিক্ষণীয় বিষয়গুলো ধরে ধরে আলোচনা করেছেন। সাধারণের বোধগম্যতার কথা বিবেচনায় রেখে দুর্বোধ্য আলোচনা বাদ রাখা হয়েছে।
এক নজরে গ্রন্থটির বৈশিষ্ট্য:
ক. প্রতিটি হাদীসের শিরোনাম
খ. প্রত্যেক অধ্যায়ের শুরুতে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে মৌলিক ধারণা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় আলোকপাত
গ. হাদীস শরীফের সরল অনুবাদ
ঘ. বর্ণনাকারী সাহাবী রাযি.-এর সংক্ষিপ্ত পরিচিতি
ঙ. হাদীস শরীফের প্রয়োজনীয় ব্যাখ্যা-বিশ্লেষণ
চ. হাদীস শরীফ হতে অর্জিত শিক্ষা ইত্যাদি
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.